কুমিল্লার চৌদ্দগ্রামে হালিমা খাতুন নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধে ও কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় বুধবার রাতে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করা করা হয়েছে। নিহত হালিমা উপজেলার মুন্সিরহাট ইউনিয়নে বিষবাগ গ্রামের মৃত আবদুর রশিদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দূর্বৃত্তরা ৭০ বছর বয়সী হালিমা খাতুনকে মঙ্গলবার রাতের অন্ধকারে শ্বাসরোধে ও ব্লেড দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর দূর্বৃত্তরা ওই ঘর থেকে ব্যাগভর্তি বৃদ্ধার টাকাসহ প্রয়োজনীয় মালামাল লুটে নিয়ে যায়। পরদিন বুধবার বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে থানা পুলিশকে অবহিত করে।
এ ব্যাপারে বৃহস্পতিবার চৌদ্দগ্রাম থানার ওসি (অপারেশন) মোহাম্মদ হানিফ জানান, খবর পেয়ে বৃদ্ধার লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন আছে। নিহতের ভাতিজা নুর মোহাম্মদ বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার