বগুড়া শাজাহানপুরের আড়িয়া-রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী পুরনো রাস্তার মূলগেট এসিল্যান্ড কর্তৃক ভাঙার প্রতিবাদে আজ বেলা সাড়ে ১২ টায় আড়িয়া বাজারে ঢাকা-বগুড়া মহাসড়কের দু'পাশে মানববন্ধন করে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ১৮৯৮ সালে আড়িয়া রহিমাবাদ ফ্রী প্রাইমারী নামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়।পরবর্তিতে আড়িয়া রহিমবাদ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। তখন থেকেই ওই রাস্তা দিয়ে ছাত্র-ছাত্রীরা যাতায়াত করেন। এখন এসে ওই শতবর্ষী পুরাতন রাস্তা বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে মূলগেট ভেঙে ফেলা হচ্ছে। যাতে করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মূলগেট ভেঙে ফেলে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার