ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সানির মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে ভরাডোবা হাইওয়ে পুলিশ।
সার্জেন্ট জহিরুল ইসলাম জানান, এস আর ট্রান্সপোর্ট লি. এর সার্ভিস ম্যান ত্রিশাল উপজেলার বায়ুপুর গ্রামের জমসেদ আলীর ছেলে দেলুয়ার হোসেন (৩০) রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৩৫১৭) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রকাটিকে আমরা জব্দ করতে সক্ষম হয়েছি।
বিডি প্রতিদিন/এ মজুমদার