নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শিল্পি রানী রায়(২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ডোমার-নীলফামারী সড়কের পলাশবাড়ি ডিগ্রি কলেজের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত শিল্পি’র স্বামী মানিক চন্দ্র রায়ও আহত হয়েছে দুর্ঘটনায়। তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক(এসআই) মতিউর রহমান জানান, তাদের বাড়ি সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দাউদ মিলনপাড়ায়।
মোটরসাইকেল যোগে তারা বাড়িতে ফেরার সময় ঘটনাস্থলে নীলফামারী অভিমুখী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে শিল্পি মারা যায় বলে জানান এসআই মতিউর।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন