বাগেরহাট শহরের ভৈরব নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে চারটি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহষ্পতিবার বিকেলে দড়াটানা সেতু এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ওই ড্রেজার মেশিন চারটি পুড়িয়ে দেয়।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুল হাফিজ বলেন, বাগেরহাট শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীর বিভিন্ন এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে যায়। ভ্রাম্যমাণ আদালত সেখানে পৌঁছে চারটি ড্রেজার মেশিন বালু উত্তোলন করা অবস্থায় দেখতে পেয়ে তা জব্দ করে। পরে তা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার