বাগেরহাট পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন পৌর মেয়র খান হাবিবুর রহমান। এসময়ে মেয়র বলেন, মোট ৩৯ কিলোমিটার সড়কের মধ্যে ১৯ কোটি টাকা ব্যয়ে সিটি আইপি প্রকল্পে ৬ কিলোমিটার সড়ক ও একটি সাইক্লোন সেল্টার, পৌরসভার নিজস্ব তহবিল থেকে ৪ কোটি টাকা ব্যয়ে ১২ কিলোমিটার সড়ক, ২ কিলোমিটার ড্রেন সংস্কার ও নির্মাণ কাজ জুলাই মাসের মধ্যে শেষ হবে।
সংবাদ সম্মেলনে পৌরসভার প্যানেল মেয়র তালুকদার আব্দুর বাকি, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার