‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা । ক্ষুদে বিজ্ঞানীদের মিলনমেলায় পরিণত হয় মেলস্থল। মেলায় ১৪টি প্রতিষ্ঠানের বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীরা ৮১ টি বিষয়ের ওপর তাদের প্রদর্শনী উপস্থাপন করেন।
৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৭ উপলক্ষে উপজেলা প্রশাসন সরকারী বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়। মেলায় দুটি কলেজ, একটি মাদ্রাসা, একটি ক্লাব, একটি বিশেষ প্রতিষ্ঠান ও নয়টি মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহন করে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় দু’দিনব্যাপী এ মেলার সমাপনী দিনে উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মু. ওবায়দুর রহমান প্রদর্শনীগুলো ঘুরে দেখেন।
জেলা পরিষদের সদস্য অধ্যাপিকা আফরোজা আক্তার, সহকারি কমিশনার(ভূমি) আলমগীর হোসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, কৃষি কর্মকর্তা অনুপম রায়, প্রধান শিক্ষিকা মমতাজ বেগম, অধ্যাপক জাকির হোসেন রিয়াজ এ সময় উপস্থিত ছিলেন।
মেলায় মাধ্যমিক স্তরে এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিকে এস.এম কলেজ ও বিশেষ গ্রুপে আশ্রয় বিজ্ঞান ক্লাব পৃথক পৃথক আবিস্কারের জন্য প্রথম স্থান অধিকার করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ