বাংলা নববর্ষ উদযাপনে সিলেটে বর্ণিল আয়োজন শুরু। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া শুক্রবার বাংলা নতুন বছর ১৪২৪ কে স্বাগত জানাতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বাংলা নববর্ষ উদযাপনে আজ সকাল ৬টায় সিলেট নগরীর ব্লু-বার্ড স্কুলে শত কণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠান, আনন্দ নিকেতনের উদ্যোগে সংস্কৃত কলেজে বর্ষবরণ, সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা রয়েছে। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এমসি কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নববর্ষ উদযাপনকে ঘিরে নানা আয়োজন রয়েছে।
এদিকে আজ বিকেলে সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে সুরমা নদীর তীরে চাঁদনীঘাটে বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার