বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা দক্ষিণপাড়া এলাকায় একটি বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নগদ টাকাসহ অন্তত তিন লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভুত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ওই এলাকার মুকুল হোসেনের বসতবাড়িতে বিদ্যুতের সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
মুকুল হোসেন জানান, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খাওয়ার পর পরিবার পরিজন নিয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু হঠাৎ করেই ভোররাতে বাড়ির একটি কক্ষ থেকে আগুনের লেলিহান শিখা বের হওয়ার দৃশ্য দেখতে পান। পরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।
এছাড়া স্থানীয় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীদের সংবাদ দেন। পরে আগুন নিভিয়ে ফেলা হয়। অগ্নিকাণ্ডে নগদ টাকা, টেলিভিশন, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র, জামা-কাপড়, ধান-চাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার