কারামুক্ত নেতাদের সংবর্ধনা দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখা।
বৃহস্পতিবার দুপুরে শহরের নবাবাড়ী রোডে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের চারজন নেতা মিজানুর রহমান মিজান, ইউসুফ হোসেন, সারোয়ার হোসেন সারু ও আব্দুর রাশেদকে ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম সহ বিএনপি ও স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মো. শোকরানা, আব্দুর রহমান, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, পরিমল চন্দ্র দাস, আব্দুল ওয়াদুদ, হাসানুল মারুফ শিমুল, রোকন তালুকদার, যুবদল নেতা ফারুকুল ইসলাম ফারুক, মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের নেতা মাহবুব হাসান লেমন, আবু নূর ওয়ালিদ, সাইমুম ইসলাম, সোহেল, যুবদলের আব্দুল মান্নান, জুম্মান আলী শেখ প্রমুখ। প্রধান অতিথি ভিপি সাইফুল ইসলাম তার বক্তব্যে বলেন, যত বাধা ও ভয়ভীতি আসুক সবকিছু পেরিয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের ডাকে রাজপথের আন্দোলন সফল করে জনগনের অধিকার ফিরিয়ে আনতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার