ভোলার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে বিভিন্ন মেয়াদে ২২ জেলেকে কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্তদের মধ্যে ৬ জনকে এক বছর ও বাকীদের এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া ১৫ লাখ টাকা মূল্যের ৪৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৫টি ফিশিং বোটও জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান জানান, ইলিশের অভয়াশ্রমে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে কোস্টগার্ড, র্যাব, মৎস্য বিভাগ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম মেঘনায় অভিযান চালায়। এ সময় মেঘনা নদীর তুলাতলী পয়েন্ট থেকে জাল ও ট্রলারসহ ২২ জেলেকে আটক করা হয়।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং জব্দৃকত ট্রলার মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন