খাগড়াছড়ির মহালছড়ির নিখোঁজ মোটরসাইকেল চালক সাদিকুর রহমান (২২) এরর লাশ বৃহস্পতিবার ন্যানিয়াচর এলাকার ১৪ মাইল থেকে পুলিশ উদ্ধার করেছে।
জানা গেছে, গত ১০ই মার্চ ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সাদিকুর যাত্রী নিয়ে রাত ৮টার দিকে ঘিলাছড়ির উদ্দেশে রওনা হয়ে আর ফিরে নি। তার পরিবার এ নিয়ে মহালছড়ি থানায় জিডি করেন। নিখোঁজের তিনদিনের মাথায় পুলিশ তার লাশ ন্যানিয়াচর এলাকার ১৪মাইল থেকে এলাকা থেকে উদ্ধার করে।
এ ঘটনার প্রতিবাদে খাগড়ছড়ি ও মহালছড়িতে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। খাগড়াছড়ি সদরে গতকাল রাতেই পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শাপলা চত্বরের এক প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, বাঙ্গালী ছাত্র পরিষদ নেতা কাউন্সিলর মাসুম রানা, বাঙ্গালী ছাত্র পরিষদের নেতা মাঈনুদ্দীন।