রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার দূর্গম ঘিলাছড়ি এলাকায় মাটিচাপা দেয়া অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
বৃহষ্পতিবার রাত ১০টার দিকে লাশটি পাওয়া যায়। নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহষ্পতিবার সন্ধ্যার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয় পুলিশ। পরে মাটিচাপা দেয়া অবস্থায় গলিত লাশটি উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৩