হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হওয়ার পর ঠাকুরগাঁও জেলা কারাগারের সামনে থেকে কথিত জঙ্গি সাহেব জান (২০) কে ফের আটক করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে জেল খানার মূল ফটকের সামনে থেকে সাহেব জানকে আটক করা হয়। ঠাকুরগাঁও থানা পুলিশের ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষর্দর্শী সাহেব জানের ভাই ইয়াকুব আলী জানান, "গত বছরের ২৭ জুলাই পুলিশ আমার ভাইকে (সাহেব জান) হরিপুর উপজেলার বরিয়াল গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গত ২৯ মার্চ হাইকোর্টের মাধ্যমে তার জামিন মঞ্জুর হয়।"
তিনি আরও বলেন, "বৃহস্পতিবার হাটকোর্ট থেকে জামিনের কাগজপত্র ঠাকুরগাঁও জেল খানায় আসলে আমরা তাকে নিতে আসি। কিন্তু জেল গেট থেকে বের হতে না হতেই পুলিশ ফের তাকে আটক করে থানায় নিয়ে আসে।"
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জঙ্গি সাহেব জানের আটকের কথা স্বীকার করে জানান, "তাকে পর্যবেক্ষনের জন্য পুলিশি হেফাযতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোন মামলা নাই।"
উল্লেখ্য, ২০১৬ সালের ২৭ জুলাই হরিপুর উপজেলা বরিয়াম গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল, ৩ রাউন্ট গুলি ও ২টি দেশীয় অস্ত্র সহ সাহেব জানকে আটক করে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫