রাঙামাটিতে আবারও হয়ে গেলো মারমা সম্প্রদায়ের জলোৎসব অর্থাৎ ‘রিলংপোয়ে’ । আর এ উৎসবের আমেজে ভাসছে পাহাড়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শহরের নারকেল বাগানে এলাকায় আনুষ্ঠানিক ভাবে মং (ধর্মীয় ঘণ্টা) বাজিয়ে জেলা দিনব্যাপী জলোৎসবের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। ঘণ্টা বাজানোর সঙ্গে সঙ্গেই পানি ছিটিয়ে জল উৎসবের সূচনা করেন সাবকে পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
এসময় মারমা তরুণ-তরুণীরা মেতে ওঠেন জলোৎসবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবক-যুবতীরা একে অপরের প্রতি জল ছিটিয়ে কাবু করার প্রতিযোগিতায় সামিল হয়। এসময় কৃত্রিম ভারি বর্ষণ হয় অনুষ্ঠানস্থল জুড়ে। উৎসবের আনন্দ জলে সিক্ত হয় মারমা তরুণ-তরুণীরা। আনন্দ-উল্লাসে নেচে গেয়ে পার করে দিন। মারমা সম্প্রদায় ছাড়াও উৎসবে যোগ দিয়ে ছিল চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, রাখাইনসহ বাঙালি জনগোষ্ঠীর হাজার হাজার নারী-পুরুষ। শিশু, কিশোর, তরুণ, তরুণীসহ সব বয়সের মানুষ সমবেত হয় এ উৎসবে। রাঙামাটি শহর মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসবের আমেজ ছড়িয়ে পরে।
এসময় অনুষ্ঠানে যোগ দেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও মারমা সাংস্কৃতিক সংস্থার প্রধান উপদেষ্টা চিংকিউ রোয়াজা, রাঙামাটি সাংগ্রাই জল উৎসব-২০১৭ উদযাপন কমিটির আহ্বায়ক মিন্টু মারমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর, রেমলিয়ানা পাংখোয়া ও মারমা সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক মংচিং মারমা প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার