শেরপুর জেলায় ৩৪ টাকা কেজি দরে বোরো ধানের চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার ১৫ মে সকাল থেকে জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু করা হয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্র জানিয়েছে, এ মৌসুমে শেরপুর জেলায় মোট ৩০ হাজার ১০১ মেট্রিক টন বোরো চাল সংগ্রহ করা হবে। আর প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা। প্রথম দিনে ৩০ মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে বলে জানানো হয়েছে।
বোরো চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর সদর আসনের এমপি আতিউর রহমান আতিক।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান খান,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম নাসির উদ্দিন, এসএমও মুহাম্মদ মামুন হোসেন, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম তালুকদার সেলিম ও সাধারন সম্পাদক আসাদুজ্জামন রওশন।
বিডি প্রতিদিন/ ১৫ মে ২০১৭/ ই জাহান