বাগেরহাটের শরণখোলা উপজেলার অধিক ঝুঁকিপূর্ণ ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষকরা। সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, শিক্ষক নেতা জাকির হোসেন, নাসির উদ্দিন মুক্তা, নজরুল ইসলাম, হাফিজুর রহমান, মিজানুর রহমান, মো. নান্না মিয়া, কবির হোসেন প্রমুখ। তারা বলেন, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষকরা কোমলমতি শিশুদের পাঠদান করাচ্ছেন। কয়েকটি স্কুলের ভবনের বাইরে শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে। ভবনগুলোর অবস্থা এমন পর্যায় এসে দাঁড়িয়েছে যে কোন সময় ছাদ ও ভীম ধসে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। জরুরী নতুন ভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষক নেতারা।
ঝুঁকিপূর্ণ স্কুলগুলো হচ্ছে, পশ্চিম বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব খোন্তাকাটা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় রাজাপুর নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় রাজাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালতলী নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর মালিয়া রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালতলী উল্লাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আখতার হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা ইতিপূর্বে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। গত মাসে অধিক ঝুঁকিপূর্ণ ১৩টি স্কুল ভবনের ভিডিও চিত্র সিডি করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার