নেত্রকোনার মোহনগঞ্জে “হাওর এক্সপ্রেস” আন্তঃনগর ট্রেন থেকে ২ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ সবুজ মিয়া (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী নেত্রকোনা সদর উপজেলার কে-গাতী ইউনিয়নের মসুয়া গ্রামের হোসেন আলীর ছেলে। সোমবার সকালে তাকে আটকের পর দুপুরে কোর্টে সোপর্দ করা হয়েছে।
মোহনগঞ্জ রেলওয়ে ইনচার্জ সাব-ইন্সপেক্টর আলমগীর হোসেন মিয়া বলেন, গোপন খবরের ভিত্তিতে সোমবার সকালে সাড়ে ৬ টার দিকে ঢাকা থেকে আগত আন্তঃনগর “হাওর এক্স্রপেস” ট্রেনে অভিযান চালিয়ে সবুজ মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ২ হাজার ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৩ হাজার টাকা ও দুটি মোবাইল সেট জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে সে এ ব্যবসার সাথে জড়িত থাকার খবর রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। দুপুরে তাকে কোর্টে সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/ ১৫ মে ২০১৭/ ই জাহান