মাগুরার বিভিন্ন এলাকায় সোমবার ভোরে বয়ে যাওয়া ঝড়ে সাজেদা খানম (৩০) নামে এক নারী নিহত ও বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে। এছাড়া উপড়ে গেছে অনেক গাছ। এ সময় বিশ্বরোডে গাছ পড়ে থাকলে প্রায় ২ ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে।
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিবানন্দ বিশ্বাস জানান, ঝড়ের সময় আমলসার গ্রামে একটি কাঁচা ঘর ধ্বসে পড়লে এটির ভেতর থাকা সাজেদা খানম (৩০) এক নারী মারা যান। সে এ গ্রামের সৈয়দ আলীর মেয়ে। দুর্ঘটনার সময় সাজেদা ওই ঘরে একাই অবস্থান করছিল। এছাড়া ঝড়ে আমলসার ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক গাছ-পালা, বাড়ঘর বিধস্থ হয়।
এদিকে মাগুরা সদর উপজেলার কুছুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্যা জানান, ভোর ৫ টার দিকে প্রচন্ড বেগে ঝড় বয়ে গেলে এ ইউনিয়নের লক্ষীকান্দর, বেলনগর ও পারন্দুয়ালী গ্রামের অনেক এলাকার ২ শতাধিক গাছ, অর্ধশতাধিক কাঁচা ও সেমি পাকা বাড়ি ঘর বিধ্বস্ত হয়। আনুমানিক ৪ শতাধিক একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে রাস্তার দুই পাশে থাকা গাছ উপড়ে ও ডাল ভেঙ্গে রাস্তায় পড়লে এ সময় প্রায় দুই ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন