মাদারীপুর সদর উপজেলার পূর্ব চৌহদ্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুষমা রানী বাইনকে (৪৮) প্রকাশ্যে শ্রেণিকক্ষে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পূর্ব চৌহদ্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি নিয়ে স্কুল কমিটির সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই রবিবার দুপুরে স্কুলের শ্রেণিকক্ষে ছাত্র-ছাত্রীদের সামনেই তাকে মারধর করা হয়। এসময় ওই স্কুল শিক্ষিকার স্বামী বাধা দিলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।
আহত স্কুল শিক্ষিকা সুষমা রানী বাইন বলেন, 'একই এলাকার জীবন সরদার এবং অনিল সরদার বিভিন্ন সময় স্কুলে ব্যবহৃত জমি বাবদ ৫ লাখ টাকা দাবি করে আসছিল। এছাড়াও স্কুলের উপবৃত্তির টাকার ভাগও দাবি করে তারা। এসব টাকা না দেয়ার আমাকে মারধর করেছে। আমার স্বামী বাধা দিলে তাকেও মারধর করে।এর আগেও আমাকে মারধর করেছিলো।'
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামল বিশ্বাস বলেন, এর আগেও টাকার জন্য মারধরের ঘটনা ঘটেছে। তারা বিভিন্ন সময় উপবৃত্তির টাকার ভাগ চাইতো । এই অনৈতিক সুবিধা না দেয়ায় মারধর করেছে।
এ বিষয়ে মাদারীপুর পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন জানান, মামলা করলে আমরা আইগত ব্যবস্থা গ্রহণ করবো।