দিনাজপুরের ফুলবাড়ীতে খেলনা পিস্তলসহ পলক নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে পুলিশের পোশাক পরে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ীর বারকোনা নামক স্থানে বিভিন্ন যানযানবহনের নিকট থেকে টাকা আদায় করার সময় তাকে আটক করা হয় বলে পুলিশ জানায়।
আটক ভুয়া পুলিশ পলক ফুলবাড়ীর কাটাবাড়ী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে পলক।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, আটক পলকের সাথে একই এলাকার সিদ্দিকের ছেলে সাকিবও ছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাকিব পালিয়ে যায় এবং পলককে আটক করা হয়। পলকের নিকট একটি খেলনা পিস্তল পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন