বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীতকরণের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় দুই গ্রুপের সংঘর্ষের কারণে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এ কারণে সুধি সমাবেশ পন্ড হয়ে যায়।
সংঘর্ষে আহতদের মধ্যে দুই জনকে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে। প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ৩১ শয্যা বিশিষ্ট মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত করা হয়। আজ সকাল সাড়ে ১১টায় নামফলক উন্মোচন করে স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীতকরণের উদ্ধোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এ সময় দোয়া-মোনাজাতে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, ওয়ার্কার্স পার্টিল স্থানীয় এমপিসহ মুলাদী ও আশপাশের উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দোয়া-মোনাজাত শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে সুধি সমাবেশ শুরু হয়। মঞ্চে আসনগ্রহণ করেন প্রধান অতিথি হাসানাত আবদুল্লাহ এমপি, তালুকদার ইউনুস এমপিসহ অন্যান্যরা। সভার শুরুর কিছুক্ষণ পর মুলাদী পৌর মেয়র শফিকুজ্জামান রুবেল সমর্থক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মিঠু ও পৌর ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি তিলক খানের নেতৃত্বে একদল নেতাকর্মী মঞ্চের সামনে গিয়ে শ্লোগান দিতে থাকে। এতে ক্ষুব্ধ হন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান মিঠু খানের সমর্থকরা। এ নিয়ে উভয় পক্ষের হাতাহাতি এবং এক পর্যায়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। এদের মধ্যে আমিনুল ইসলাম ও জাফর মল্লিক নামে দুই জনকে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ মুলাদী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফারুক বয়াতী ও জেলা ছাত্রলীগ নেতা জহির মল্লিককে আটক করেছে। দুই পক্ষের সংঘর্ষে বিরক্ত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। এতে সুধি সমাবেশ পন্ড হয়ে যায়।
মুলাদী থানার ওসি মতিউর রহমান জানান, সভা চলাকালে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। পুলিশ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে। তবে এ ঘটনায় কোন পক্ষই লিখিত অভিযোগ দেননি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, একটি অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে উদ্বোধনী সভা পন্ড হয়েছে। তবে সভা শুরুর পূর্বেই আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীতকরণের উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।