নিজ ফেসবুক আইডিতে ধর্ম, রাষ্ট্র ও আইন-শৃংখলা বিষয়ে কটুক্তি করে স্ট্যাটাস দেয়ায় বাগেরহাটে তাপন বিশ্বাস (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে বাগেরহাট শহরের দড়টানা বাসাবাটি এলাকার পরিতোষ বিশ্বাসে’র ছেলে তাপন বিশ্বাস কে গ্রেফতার করে মডেল থানা পুলিশ।
এঘটনায় বাগেরহাট মডেল থানার এসআই ফজলুল হক বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ২০১৩ সালে ৫৭ ধারায় একটি মামলা করেছেন।
সোমবার বিকালে গ্রেফতারকৃত তাপন বিশ্বাসকে আদালতে’র মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাগেরহাট মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, তাপন বিশ্বাস তার ফেসবুকে রাষ্ট্র ও ধর্ম এবং আইন-শৃংখলা বিষয়ে হুমকী মুলক স্ট্যাটাস প্রদান করে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তোলপাড় সৃষ্টি হয়। এবিষয়ে পুলিশের নজরে আসলে তাপন বিশ্বাসকে গ্রেফতার করা হয়। সোমবার তার বিরুদ্ধে বাগেরহাট মডেল মামলা রেকর্ড করে আদালতে প্রেরণ করা হয়।