বরিশালের গৌরনদীতে শরীর চর্চায় অংশ না নেয়ায় এক ছাত্রকে পিটিয়ে অজ্ঞান করার অভিযোগ পাওয়া গেছে শিক্ষকের বিরুদ্ধে। আজ উপজেলার পালরদী হাইস্কুল এন্ড কলেজে এই ঘটনা ঘটে। অচেতন নবম শ্রেণির ছাত্র আবু সাঈদ মুসাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুসা স্থানীয় আশোকাঠী এলাকার আবু হানিফের ছেলে।
চেতনা ফেরার পর দুপুরে মুসা সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো আজ সকালে স্কুল মাঠে শরীর চর্চা শুরু হয়। তার শরীর খারাপ থাকায় প্রখর রোদে শরীর চর্চায় না দাঁড়িয়ে ক্লাশরুমে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় গণিত বিভাগের শিক্ষক নির্মল বাড়ৈ তাদের ক্লাশ কক্ষে গিয়ে তাকে দেখে ক্ষুব্দ হন। শরীর খারাপের কথা বলার পরও সে তাকে বেত দিয়ে পেটায়। এর প্রতিবাদ করায় বেত দিয়ে তাকে পেটাতে থাকে নির্মল স্যার। এতে তিনি অচেতন হয়ে পড়েন। অসুস্থাবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে ছাত্র নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন গণিত শিক্ষক নির্মল বাড়ৈ।
স্কুলের সহকারি প্রধান শিক্ষক ইলিয়াছুর রহমান এ ঘটনায় দুঃখ প্রকাশ করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার কথা বলেছেন।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. শরীফ আহম্মেদের কাছে জানতে চাইলে তিনি কোন অভিযোগ পাননি বলে জানান। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার