বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ এ আওয়ামী লীগের মধ্যে কাঁপন ধরে গেছে। তারা এখন পালাবার পথ খুঁজছে। আগামী দিনের সরকার হবে বিএনপির সরকার এবং প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, বিএনপি ছাড়া এ দেশে আর কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না, হতে দেওয়া হবে না। নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা এমনি এমনি দিবে না। এ জন্য আন্দোলনে নামতে হবে এবং রাজপথে আন্দোলন করতে হবে, এর কোন বিকল্প নেই।
তিনি সোমবার বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন।
কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড়স্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলা সভাপতি বেগম রাবেয়া চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাংবাদিক শওকত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব:) এম আনোয়ারুল আজিম, বিএনপির ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক আমিন- উর রশীদ ইয়াছিন, কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, আবদুল আউয়াল খান, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ পাটোয়ারী, বুড়িচং উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, বরুড়া পৌরসভার মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি আহবায়ক কামরুল হুদা, জেলা যুবদল সভাপতি ভিপি ওয়াসিম, মহানগর যুবদল সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপু, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার প্রমুখ।