বগুড়ার শাজাহানপুরে ট্রাক চাপায় আরিফুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অপর ২ আরোহী। আহতদের বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আরিফুল বগুড়ার শেরপুর উপজেলার হাপুনীয়া দক্ষিনপাড়ার বাবলু মিয়ার পুত্র। আহতরা একই উপজেলার দশমাইল গোলদাপাড়ার বিবাহ রেজিষ্টার শফিকুল ইসলামের পুত্র জাবেরুল (১৯) ও হাফিজার রহমানের পুত্র নাইম (১৮)।
রবিবার রাত ৯টার দিকে উপজেলার আড়িয়া বাজার এলাকার দক্ষিণ পার্শ্বে ফুলতলা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ট্রাকটি থানায় আটক রয়েছে। এঘটনায় কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই শহিদুল ইসলাম বাদি হয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেছেন।
এটিএসআই শহিদুল ইসলাম জানান, রবিবার রাত ৯.০৫ মিনিটে আড়িয়া বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বগুড়াগামী একটি মালবোঝাই ট্রাকের সাথে বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক আরিফ ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হয় অপর ২ আরোহীকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক রয়েছে। শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।