ভেজাল বীজ, সার, কীটনাশক-সহ সরকারি অবহেলার কারণে বোরো মওসুমে ক্ষতিগ্রস্ত ধান চাষীদের ক্ষতিপূরণ, হাওর অঞ্চলের কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট বগুড়া জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বগুড়া শহরের সাতমাথায় মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি অ্যাড. সাইফুল ইসলাম পল্টু। বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, তফিজ উদ্দিন প্রমুখ।
সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেন, এবারের বোরো মওসুমের ফসল কৃষকের ঘরে উঠা শুরু হলেও এই ফসলের ফলন ভাল হয়নি। কৃষক বলছেন এই ভাল ফলন না হওয়ার পিছনে কারণ হল ভেজাল বীজ, সার, কীটনাশক। অন্যদিকে আমরা হাওর অঞ্চলেও দেখলাম পাহাড়ি ঢলে সরকারি অবহেলা ও দুর্নীতির কারণে বাধ ভেঙ্গে সেই অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষক সর্বস্ব হারিয়ে পথে নামবার উপক্রম হয়েছে। এমতাবস্থায় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দাবি করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার