কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলের ওপর ওঠে গেলে ঘটনাস্থলেই একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়। নিহত শওকত হোসেন (২৭) পাকুন্দিয়ার মান্দারকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্ল্যাসিকের একটি বাস পাকুন্দিয়ার থানা ঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি হোটেলে ওঠে পড়ে। এতে ঘটনাস্থলেই শওকত হোসেন নিহত হয়। আহতদেরকে পাকুন্দিয়া হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার