বরিশাল হর্টিকালচার সেন্টারে চাষ হচ্ছে সৌদির উন্নত জাতের খেজুরের। সরকারী পর্যায়ে উন্নত জাতের কলম দিয়ে এ বাগান করার কাজ শুর’ হয়েছে। যার তত্ত্বাবধায়নে রয়েছে কৃষি মন্ত্রণালয় এর আওতাধীন পুষ্টি উন্নয়ন প্রকল্প।
বরিশালের হর্টিকালচার সেন্টারে এ প্রকল্পের উদ্বোধন করেন কৃষিবিদ এম. এনামুল হক।
সৌদিআরব থেকে আমদানীকৃত খেজুরের প্রধান জাতগুলো হলো- নিমেশি, বারহি, আনবারাহ, জাম্বেলী, খালাস, শিশি, খাতরাই, লুলু, সুলতানা, আজুয়া, ইয়াবনি, ডিগলিট নূর, মেদজল, আসমাউলহাসা। রোপিত এসব গাছ আগামী দুই বছর পর ফুল-ফল দেবে। প্রতিটি গাছ বছরে ১০০-৩০০ কেজি ফল দিবে।
বরিশাল হর্টিকালচার সেন্টারের উদ্যান উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ এ বি এম শাহ এমরান জানান, একইভাবে খামারে ৫ একর বিশিষ্ট নিচু জমিতে ভিয়েতনাম থেকে আমদানীকৃত প্রায় ৫০০ ওপি খাটো জাতের নারিকেল বাগান সৃষ্টি করা হয়েছে। এগুলোতেও গাছ রোপনের তিন বছরের মধ্যে ফল দেয়া শুরু করবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন