আবেদন করার নয় বছর পর লিখিত পরীক্ষার কার্ড পেয়েছেন কুমিল্লার এক ব্যক্তি। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের টুটুল কুমার ঘোষ। এটি পেয়ে তিনি খুশির বদলে হতাশ। কারণ সরকারি চাকরিতে প্রবেশে বয়স সীমা অনেক আগেই পার হয়ে গেছে তার।
সূত্র জানা যায়, ২০০৮ সালে টুটুল কুমার ঘোষ একটি জাতীয় দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তির সূত্র ধরে মুন্সিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের বেঞ্চ সহকারি পদে আবেদন করেন। দীর্ঘদিন তিনি ওই পদে চাকরির জন্য ইন্টারভিউ কার্ডের অপেক্ষায় ছিলেন। এরই মধ্যে সরকারি চাকরিতে প্রবেশে বয়সের সময়সীমা শেষ হওয়ায় তিনি ওই চাকরির কথা ভুলে গেছেন। কিন্তু রেজিস্ট্রি ডাকযোগে লিখিত পরীক্ষার জন্য তার নিকট আজ সোমবার সকালে একটি কার্ড পৌঁছালে তিনি বিস্মিত হন।
নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির চেয়ারম্যান ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত ওই লিখিত পরীক্ষার কার্ডে উল্লেখ করা হয়েছে, ‘আগামী ২৬/০৫/২০১৭খ্রি. তারিখ শুক্রবার সকাল ১০:৩০ ঘটিকার সময় মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।’
টুটুল এখন দুই সন্তানের জনক। লিখিত পরীক্ষার ওই কার্ডটি হাতে পেয়ে টুটুল কুমার ঘোষ আক্ষেপ প্রকাশ করে বলেন, এটা একটা তামাশা। বেকারত্ব ঘুচাতে চাকরির আবেদন করেছিলাম। আমার চাকরির বয়সতো অনেক আগেই চলে গেছে। এখন এই কার্ড দিয়ে আমি কী করবো? আমি পরীক্ষায় অংশগ্রহণ করে ভাল করলেও বয়সের কারণে এখন আমাকে চাকরি দেয়া হবে না।
বিডি প্রতিদিন/এ মজুমদার