টেকনাফ সীমান্তে ৪৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এতে ৪ মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সন্ধায় ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সৌর্পদ করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয় বলে জানায় বিজিবি।
২ বর্ডার র্গাড ব্যাটলিয়ানের অতিরিক্ত পরিচালক মেজর আবু রাশেল সিদ্দীকি সন্ধ্যায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান, গত রবিবার গভীর রাতে দমদমিয়া বিওপির নায়েক মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সাবরাং ইউপিস্থ আড়াই নম্বর স্লুইচ গেইট এলাকা দিয়ে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করার গোপন সংবাদে ওই এলাকার কেওড়া বাগানে বিজিবি অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর নাফনদীর কিনারা দিয়ে ৪জন লোক আসতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এসময় বিজিবির অবস্থান টের পেয়ে এরা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হল, মায়ানমার মংডু আলিপাড়া এলাকার মৃত আব্দুল শফির ছেলে আলী হোসেন (৪০), মুন্নিপাড়া এলাকার আব্দুল চবির ছেলে আব্দুল খালেক (২০), একই এলাকার ইসলামের ছেলে ওসমাস গনি (১৮), পচিংসা (আলিয়াবাদ) এলাকার আব্দুর রহমানের ছেলে ইউসুফ (৩৫)। পরে আটক মিয়ানমার নাগরিকদের শরীর তল্লাশি করে তাদের পরিহিত লুঙ্গির ভাজের সাথে অভিনব কৌশলে ফিটিং অবস্থায় ৪৯ হাজার ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৪৭ লাখ ২৬ হাজার ১০০ টাকা বলে জানায়।
তিনি আরো জানান, আটক আসামিরা জিজ্ঞাসাবাদে ইয়াবাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন।
এদিকে উদ্ধার ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করে নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধ এবং অবৈধভাবে মায়ানমার হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বৈদেশিক নাগরিক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তা।