মাদারীপুরে পৃথক দু’টি স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ মে) সন্ধ্যায় হোসাইন উদ্দিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে সদর উপজেলার ঘটেকচর এলাকায়। আর রাতে সামিউল ইসলাম (২) নামে অপর শিশুর মৃত্যু হয়েছে একই উপজেলার চরমুগরিয়া এলাকায়।
হোসাইন ঘটেকচরের হেলালউদ্দিনের ছেলে। আর সামিউল চরমুগরিয়ার কুতুবউল ইসলামের ছেলে।
বিডি প্রতিদিন/১৬ মে ২০১৭/হিমেল