কক্সবাজারের টেকনাফের হ্নীলা থেকে দেশীয় অস্ত্রসহ মো. ইয়াছিন (২০) নামে মায়ানমারের এক নাগরিককে আটক করেছে কক্সবাজার গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত সাড়ে ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের পুলেরডেইল এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র, তিনটি কার্তুজ ও ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
কক্সবাজার ডিবি’র ওসি অংসা থোয়াই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের পর তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/১৬ মে ২০১৭/হিমেল