গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঝড়ে ঘর ভেঙে তার নিচে চাপা পড়ে মজিবুর রহমান (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মজিবুর রহমান ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, রাতে ঝড়ের সময় ঘরের ভেতর শুয়ে ছিলেন মজিবুর। এসময় হঠাৎ করে টিনের চালসহ পুরো ঘরটি হেলে মজিবুরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/১৬ মে ২০১৭/হিমেল