চাঁদাবাজি বন্ধের দাবিতে নাটোর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আজ মঙ্গলবার ভোর থেকে অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মালিক সমিতি ও পরিবহন ইউনিয়ন।
সোমবার দিনগত রাত ৯টার সময় জেলা বাস মালিক ও শ্রমিক নেতাদের এক যৌথ বৈঠক শেষে এই ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির প্রশান্ত কুমার পোদ্দার জানান, সম্প্রতি সিংড়া উপজেলায় বাস মালিক সমিতি নামে একটি সংগঠন করে সিংড়ার ওপর দিয়ে চলাচলকারী সব যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলন করা হচ্ছে। প্রতিবাদ করায় তারা নাটোর বাস মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন বাসের স্টাফদের মারপিট করে গাড়ি উল্টো ফিরিয়ে দেন।
এ নিয়ে কয়েক দফা বৈঠক করার পরও চাঁদা উত্তোলন অব্যাহত রাখা হয়। এ ব্যাপারে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। বরং তারা প্রতিটি গাড়ি থেকে জোর করে ১৭০ টাকা করে চাঁদা আদায় করছে। তাই এর প্রতিবাদে এ ধর্মঘটের আহ্বান করা হয়েছে।
বিডি প্রতিদিন/১৬ মে ২০১৭/এনায়েত করিম