অপহৃত ভারতীয় নাগরিককে শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার আহাম্মেদ নগর এলাকায় এই অভিযান চালানো হয়। গত ১২ মে ডায়েদ সিয়ানলিয়ানকে অপহরণ করা হয় বলে জানা গেছে।
ভারতীয় নাগরিক দাবেজ সিয়ান লিয়া (১৭) মেঘালয় রাজ্যের নংউইং জেলার মইরাং এলাকার রেজো ডেফাই মাথের ছেলে। গ্রেফতার আলামিন আলম (৩০) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভালুয়াকুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ জানিয়েছে, আলামিন ওই ঘটনায় জড়িত। আর এ বিষয়ে মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
বিডি প্রতিদিন/ ১৬ মে ২০১৭/ আরাফাত