বরগুনায় পাথরঘাটায় হরিণের দেড়মন মাংস জব্দ করেছে কোস্টগার্ড। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ওই উপজেলার মানিকখালী বাজার থেকে ওই মাংস জব্দ করা হয়। এসময় হরিণ শিকারীরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা যায়নি।
কোস্টগার্ডের পাথরঘাটা সুপতি স্টেশনের পেটি অফিসার মো. নবিউর রহমান জানান, একদল শিকারী গভীর বনে হরিণ শিকার করে বিক্রির জন্য ট্রলারে পাথরঘাটার মানিকখালী বাজার স্টেশনে নিয়ে যায়। গোপন সূত্রে খবর পেয়ে কোস্টগার্ড ছদ্মবেঁশে ওই বাজারে অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে দেড়মন মাংস জব্দ করে তারা।
মো. নবিউর রহমান আরো জানান, একমাস আগে পাথরঘাটার ২৩ হরিণ শিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে বনবিভাগ। আসামিরা ভবিষ্যতে হরিণ শিকার করবেন না এবং অপর হরিণ শিকারীদের ধরিয়ে দেবে এমন শর্তে আদালত থেকে জামিন পায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই সোমবার রাতে দেড়মন মাংস জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/০৪ জুন ২০১৭/এনায়েত করিম