জামালপুরে ছাত্রলীগ নেতা মমিনুল ইসলাম জিসান (১৫) নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কথা কাটাকাটির জের ধরে রবিবার রাত ১২টায় সিনেমা হল থেকে বের হবার পর রাহি ও কাউছারসহ একদল 'সন্ত্রাসী' সিংহজানি উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের আহবায়ক জিসানকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। সঙ্গে সঙ্গেই জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয় তাকে। রাত দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক সৌমিক কুমার ভৌমিক জিসানকে মৃত ঘোষণা করেন।
নিহত জিসানের বাড়ি জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকায়। তার বাবার নাম মজিবর রহমান। জিসান সিংহজানি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিলেন।
হত্যাকাণ্ডের সংবাদ ছড়িয়ে পড়লে সোমবার সকাল থেকেই বিক্ষুব্ধ হয়ে উঠে জিসানের সহপাঠী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। তারা 'চিহ্নিত হত্যাকারী সন্ত্রাসী রাহি ও কাউছার'সহ সকল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শহরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। এসময় শহরের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও যানচলাচল বন্ধ হয়ে যায়।
শহরের তমাল তলা মোড়ে সমাবেশে এফবিসিসিআই-এর পরিচালক ও আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজনু, দোকান মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান চৌধুরীসহ রাজনীতিবিদ ও শিক্ষার্থীরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাশেদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা চলছে।
বিডি প্রতিদিন/৪ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা