জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শেখসাদি গ্রামের রৌমারী বিল থেকে তাওহিদ (০৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত তাওহিদ ওই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।
সোমবার রৌমারী বিলের পানি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম জানান, রৌমারী বিলের পানিতে শিশুর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারে খবর দেয়। পরে তার স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। সন্ধ্যায় পুলিশ বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। শিশুটিকে হত্যা করা হয়েছে, না কি পানিতে ডুবে মারা গেছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
শিশুটির দাদা আবু বক্কর বলেন, তাওহিদের শরীরের কয়েক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে কেউ হত্যা করে পানিতে ফেলে দিয়েছে।
বিডিপ্রতিদিন/ ০৫ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান