লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অটোরিকশার ধাক্কায় শেফা মনি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বাউরা বাজার এলাকার শফিক মিয়ার মেয়ে। এ ঘটনায় সুখি বেগম (৭) নামের নামের অপর এক শিশু আহত হয়েছে। মঙ্গলবার রাতে বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে শেফা ও সুখি বাড়ি সংলগ্ন বাউরা বাজারে আসার সময় রাস্তা পারাপার হতে গিয়ে বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয় গেট এলাকায় তাদের একটি অটোরিক্সা ধাক্কায় দেয়। পরে স্থানীয়রা গুরুত্বর আহত শেফাকে পাটগ্রাম উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বাউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর ২০১৭/আরাফাত