প্রধান আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান রানাকে হাজির না করায় টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি।
বুধবার এই মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থতার কারণে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ আটক এমপি আমানুর রহমান রানাকে হাজির করতে পারেনি পুলিশ।
পরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারক আবুল মনছুর মিয়া মামলার পরবর্তী তারিখ ১ নভেম্বর সাক্ষ্যগ্রহণের জন্য ধার্য করেন।
বিডি-প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৭/মাহবুব