বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় হযরত আলী আলিফ (১৪) নামের এক স্কুল ছাত্রের নিহত হয়েছে। ধান বোঝাই ট্রলি চালিয়ে বাড়ি ফেরার পথে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বারী বারেক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, স্কুলছাত্র আলিফ নিজে নানার বাড়ি নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ গ্রাম থেকে ধান বোঝাই একটি ট্রলি চালিয়ে নিজ বাড়ি গোছন গ্রামে নিয়ে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আলিফ নন্দীগ্রাম সদর ইউনিয়নের গোছন গ্রামের মিঠু মিয়ার ছেলে ও ডেরাহার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ