নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রাজশাহীগামী গ্রামীণ ট্রাভেলসের একটি যাত্রীবাহী (এসি) বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খান জানান, ডাকাত সদস্যরা যাত্রী বেশে ঢাকা থেকে ওই বাসে উঠে ছিল। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড়ে বাসটি পৌঁছালে বাস থামিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে একটি মাইক্রোবাসে করে পালিয়ে যান তারা। ডাকাতিকালে বাধা দেওয়ায় রবিউল নামে ওই বিশ্ববিদ্যালয় শিক্ষক আহত হয়েছেন। তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, যাত্রীদের তথ্যের ভিত্তিতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে উপজেলার গারফা এলাকা থেকে একটি মাইক্রোবাসসহ রতন নামে এক চালককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি পাওয়ার ব্যাংক ও পার্স পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ডাকাত সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই মালামাল নিয়ে পালিয়ে গেছে।
আটক রতনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ