সাতক্ষীরার তালা উপজেলায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় ফজিলা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কদমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজিলা খাতুন উপজেলার মহান্দি গ্রামের মীর আব্দুল গফ্ফারের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজিলা খাতুন খুলনায় যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে ওই মহাসড়কে উঠে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় খুলনাগামী যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন।
বিডি প্রতিদিন/২৩ নভেম্বর ২০১৭/এনায়েত করিম