বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, নির্দলীয়-নিরপক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশ নেবে না। আজ দুপুরে বাগেরহাট শহরের সরুই দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আন্দোলনে সময় লাগবে মাত্র দশ দিন। আপনাদের মনে আছে সেই দুনিয়া কাপানো দশ দিনের কথা। লেলিনের নেতৃত্বে রাশিয়ায় বিপ্লব ঘোষণার দশ দিনের মধ্যে বিশাল সাম্রাজ্য ভেঙে যায়। প্রতিষ্ঠা হয়েচিল জণগনের সরকার। বাংলাদেশেও বিএনপির নেতৃত্বে জণগনের সরকার প্রতিষ্ঠা হবে।
বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম মঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, জেলা মহিলা দলের আহবাায়ক শাহিদা আক্তারসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার