খুলনা থেকে কৌশলে অপহরণের পর মোড়েলগঞ্জের পানগুছি নদীতে ফেলে দেয়ার পর নিখোঁজ খুলনার যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ (৩০) এখনো উদ্ধার হয়নি। এ ঘটনায় দায়ের হওয়া অপহরণ ও চাঁদাবাজি মামলায় ৪ আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বিকালে খুলনার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার অপর ৩ আসামি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জেল্লাল হোসেন জানান, মামলার আসামি ওহিদুজ্জামান হাসান ওরফে পরশ (২১), হাফিজুল ইসলাম (১৯), মো. মাহামুদ (১৯), মো. হাসিব হাওলাদারকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত শনিবার দুপুর ১২টার দিকে একটি ট্রলারে করে মোরেলগঞ্জের সন্ন্যাসী এলাকায় যাবার সময় সবুজ ও তার বন্ধু খুলনা কেডিএ'র সার্ভেয়ার সামছুল আরেফিন রনিকে (৩৪) মারপিট করে নদীতে ফেলে দেয় অপহরণকারীরা। সামছুল আরেফিন রনিকে উদ্ধার করা হলেও সবুজ নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রনির মামা আ. লীগ নেতা মল্লিক আবিদ হোসেন বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার