বৃহস্পতিবার নোয়াখালী সদরের ৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে ভোটের আগেরদিন বুধবার সন্ধ্যায় নোয়ান্নই ইউনিয়নের বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন ওরফে টি. হোসেন নিজের ও দলীয় নেতা-কর্মীদের নিরাপত্তাহীনতা দাবি করে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।
বুধবার সন্ধ্যায় রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার বরাবরে ভোট বর্জনের লিখিত দরখাস্ত দেন। এ ব্যাপারে জানতে চাইলে সুধারাম থানা বিএনপির সাধারণ সম্পাদক ভি.পি. জসিম উদ্দীন এর সত্যতা স্বীকার করেন।
নোয়ান্নই ইউনিয়ন বিএনপি প্রার্থী তোফাজ্জল হোসেন সত্যতা স্বীকার করে বলেন, “আমি ও আমার দলীয় নেতা-কর্মী ও এজেন্টরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা নানাভাবে হুমকি দিয়ে আসছে। এ অবস্থায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম”।
এদিকে, আওয়ামী লীগ প্রার্থী দিলদার হোসেন জুনায়েদের সমর্থকরা জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হলে শেষ মূহুর্তে বিএনপি চেয়ারম্যান প্রার্থী টি.হোসেন নিশ্চিত পরাজয় মনে করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাকে কেউ হুমকি দেয়নি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন