কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘন কুয়াশার কারণে আজ বৃহস্পতিবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
হঠাৎ করে ঘন কুয়াশা পড়তে থাকলে আজ ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় উল্লেখ করে বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, এসময় মাঝ পদ্মায় ৩টি ফেরি নোঙর করে আছে। এছাড়াও কাঁঠালবাড়ী ঘাটে দু’টি ফেরি পরিবহন লোড করে আছে। ঘন কুয়াশায় দিক নির্ণয় করতে না পারায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রেখেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম