ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে (আজ) বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে নারী ভোটারদের উপস্থিতি পুরুষ ভোটারদের চাইতে অনেক বেশী লক্ষ্য করা গেছে।
নির্বাচনী এলাকার মধ্য চর ডাক্তার সরকারি প্রাথমিকি বিদ্যালয়, চর বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালুর চর ইসলামীয়া আলিম মাদ্রাসা ভোট কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সীমানা জটিলতা নিরসনের পর স্থানীয় আলেকজান্ডার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। এ ইউনিয়নে ১০টি কেন্দ্রের মধ্যে একটি ওয়ার্ডের ভোট গ্রহণ স্থগিত রয়েছে। এছাড়া অপর সব কয়টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে ধরে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন।
অপর ৯টি কেন্দ্রে ভোটার রয়েছে প্রায় ২৩ হাজার। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ, বিএনপি ও জেএসডিসহ ৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। সংরক্ষিত মহিলা আসনে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন এ ইউনিয়নে।
বিডিপ্রতিদিন/ ২৮ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান