লালমনিরহাটে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট পৌরসভার সাহেবপাড়া স’মিল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের খারুয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে রাফি (৩২) ও একই এলাকার মকবুল হোসেনের ছেলে বাহার আলী (৩৩)।
বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম